উত্তরদিনাজপুর

কিটনাশক দিয়ে তৈরি চা খেয়ে অসুস্থ একই পরিবারের পাঁচ সদস্য

চা পাতা ভেবে এক কিশোরী ভুল করে চা পাতার বদলে পোকা মারার কিটনাশক দিয়ে ফেলে। আর সেই চা খেয়ে অসুস্থ্ হয়ে পড়লো একই পরিবারের ৫ সদস্য। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে সোমবার উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার লালবাজার গ্রামে। আহত প্রত্যেকেই ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি। তাদের সকলের অবস্থা আশঙ্কা জনক।

    পরিবার সুত্রে জানা যায় এদিন আব্দুল হোসেনের মেয়ে ফরজুনা নিশা বাড়ির প্রত্যের জন্য চা বানিয়ে নিয়ে আসে। চা বানানোর সময় ভুল করে চা পাতার বদলে জমির পোকা মারার বিশ দিয়ে চা বানিয়ে সকলকে দেয়। সেই চা খেয়ে অসুস্থ্য হয়ে পড়ে পরিবারের ৫ জন। কেউ বিষয়টি টের না পেলেও আব্দুল হোসেন চায়ে চুমুক দিয়ে টের পেয়ে যান। বিষটি নজরে আসতেই প্রত্যেকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাদের তড়িঘড়ি ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে। প্রত্যেকের অবস্থা আশঙ্কা জনক।  

    এই ঘটনা সম্পর্কে বলতে গিয়ে পরিবারের একই সদস্য মহম্মদ আলী জানান, এদিন পরিবারের সকলে চা খাচ্ছিল। সেই সময় চায়ের স্বাদ অন্য রকম মনে হওয়ায় তাদের সন্দেহ হয়। দেখা যায় ভুল করে চা পাতার বদলে তারই মতো দেখতে বিষাক্ত কিটনাশক দিয়ে চা তৈরি করে ফেলেছে আব্দুল হসেনের মেয়ে ফরজুন নিশা। আর এর ফলে অসুস্থ হয়ে পরে পরিবারের পাঁচ সদস্য। তাদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।